বরিশাল নগরীর আমানতগঞ্জ সরকারি মুরগির ফার্ম সংলগ্ন পুকুর পাড়ের বাঁশের পাইলিংয়ের উপর থেকে উদ্ধার করা রিকশা চালক ছালামের লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। আটক মেহেদী খান রাব্বীসহ তিনজনকে আসামি করে শনিবার রাতে নগরীর কাউনিয়া থানায় ছালামের স্ত্রী লিপি বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কবির জানান, গত শুক্রবার সকালে আমানতগঞ্জ মুরগির ফার্ম সংলগ্ন পুকুরপাড় থেকে ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ইসলামপুরের বাসিন্দা রিকশা চালক আব্দুস সালামের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৮ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। গ্রেফতার মেহেদী র্যাবের জিজ্ঞাসাবাদে সালাম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশকে জানানো হয়েছে। এই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন অন্যান্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক