২১ আগস্ট, ২০১৯ ১৮:৫৮

বগুড়ায় ফিড কারখানায় মজুরি বৃদ্ধির দাবি শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ফিড কারখানায় মজুরি বৃদ্ধির দাবি শ্রমিকদের

বগুড়ার নন্দীগ্রামে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতিসহ বগুড়া-নাটোর মহাসড়কে বিক্ষোভ করেছে একটি ফিড কারখানার শ্রমিকরা। 

বুধবার সকাল ৯টার দিকে ওই কারখানার শতাধিক শ্রমিক বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেরাগাড়ী এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্য জায়গায় কারখানার শ্রমিকরা দৈনিক ৪০০ টাকা হিসেবে মজুরি পান। আর নন্দীগ্রামের এ কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি দেওয়া হয় মাত্র ২৫০ টাকা করে। অনেকবার এ ব্যাপারে অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 

এ কারণে বুধবার সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।

কারখানার জিএম আতাউল হোসেন মোহন জানান, তাদের দিন হাজিরা দৈনিক ২৫০ টাকা করে দেওয়া হয়। তারা যে দাবি করেছে তা এই মূহুর্তে দেওয়া সম্ভব না। 

বগুড়ার নন্দীগ্রাম থানা ওসি শওকত কবির বলেন, মহাসড়ক অবরোধ করেনি। শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য কাজে যোগ না দিয়ে জটলা করেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর