ময়মনসিংহের ফুলপুরে আলোচিত পৌর যুবলীগের আহ্বায়ক ১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আনিছুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে র্যাব -১৪।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি আনিছুর ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত ৯ মে ফুলপুর পৌর শহর থেকে রিকশাযোগে চরপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে চরপাড়া খাদ্য গুদাম সংলগ্ন মহাসড়কের পাশে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে পৌর যুবলীগের আহ্বায়ক ফুলপুর পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান সাদেককে। এ ঘটনায় সাদেকের মা হাসিনা খাতুন বাদী হয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপনসহ ২১ জনের নামে মামলা করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব