১৬ অক্টোবর, ২০১৯ ১৩:৪৮

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে ডাক্তার অনুপস্থিত ও খাদ্য সরবরাহে দুর্নীতিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। 

মঙ্গলবার রাতে ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাম প্রসাদ মন্ডলেরর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে ২জন ডাক্তারকে অনুমোদিত ছুটি ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত পায় টিম। এছাড়া কমপ্লেক্সের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট মেশিন যাচাই করে জানা যায় অনেক ডাক্তার নির্ধারিত সময়ের পরে আসেন এবং সময় শেষ হওয়ার অনেক আগেই প্রস্থান করেন। 

অভিযানকালে ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহের ব্যাপক অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। দুদক টিমের অভিযানের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টাচার্য্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক সময়সূচি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে আগমন ও প্রস্থানের সময় বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার জন্য অফিসিয়ালি আদেশ জারি করেন।

ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল অভিযানের সত্যতা নিশ্চিত করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর