১৬ অক্টোবর, ২০১৯ ১৪:১৬

রায়পুরে সিএনজি ও অটোরিক্সা চালকদের আনন্দ মিছিল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রায়পুরে সিএনজি ও অটোরিক্সা চালকদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জিপির নামে চাঁদা বন্ধ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিএনজি ও অটোরিক্সা চালকরা। উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বিভিন্ন স্পটে সিএনজি ও অটোরিক্সা থেকে জিপির নামে বেপরোয়া চাঁদা আদায় করা হতো। গত এক সপ্তাহ থেকে প্রশাসনের হস্থক্ষেপে তা বন্ধ করা হয়। 

জানা যায়, বুধবার সকালে রায়পুর পৌর শহরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে। রায়পুর সিএনজি স্টেশন থেকে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক করে। আনন্দ মিছিলে প্রায় দেড় শতাধিক সিএনজি ও অটোরিক্সা চালক অংশগ্রহণ করেন। মিছিল থেকে জিপির নামে চাঁদা বন্ধ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। 

উল্লেখ্য, বিভিন্ন স্পটে সিএনজি ও অটোরিক্সা থেকে প্রতিদিন ২০-৩০ টাকা হারে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত জিপির নামে চাঁদা আদায় করা হতো। জিপির নামে চাঁদা বন্ধ হওয়ায় চালকরা খুশি।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর