অবৈধ স্থায়ী চিমনি ও পৌর এলাকার মধ্যে থাকা বগুড়ার মাদলায় খান অ্যান্ড সন্স এর একটি ইটের ভাটা উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে ওই ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তাগণের সহযোগিতায় পৌর এলাকার মধ্যে বেআইনি ও নিষিদ্ধ ইটের ভাটাটি উচ্ছেদ করা হয়।
রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্রে জানানো হয়, বগুড়া পৌরসভার মধ্যে অবস্থিত খান অ্যান্ড সন্স নামের ইটের ভাটার মালিক সাখাওয়াত হোসেন খানকে ভাটা সরিয়ে নেয়ার জন্য বেশকিছু দিন আগে আদেশ প্রদান করেন বিভাগীয় অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান। এই রায়ের বিরুদ্ধে ভাটা মালিক সাখাওয়াত হোসেন খান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করেন। সেখানে সেই আপিলও খারিজ হয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী বিভাগীয় অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান জানান, পৌর এলাকার মধ্যে ২৫টি অবৈধ নিষিদ্ধ ইটের ভাটা আছে। তারা পরিবেশ অধিদপ্তরের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে। পরিবেশ অধিদপ্তর হাইকোটে আইনি মোকাবেলা করছেন। তাছাড়া ইটভাটা শুরু করার পূর্বে জেলা প্রশাসনের অনুমতি ছিল না, পরিবেশ অধিদপ্তররের বৈধ ছাড়পত্র ছিল না। পৌরসভার মধ্যে অবৈধ ভাবে নিষিদ্ধ স্থায়ী চিমনি ভাটা পরিবেশ অধিদপ্তর কতৃক নিষিদ্ধ করা হয়েছে। এসব মিলিয়ে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হলো।
বিডি-প্রতিদিন/শফিক