কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ হোস্টেলে তুচ্ছ বিষয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর পিটুনিতে দুই বন্ধু আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র নাজমুল হোসেন জয় (১৫) ও মাহমুদ হোসেন কালবি (১৫)। শুক্রবার দুপুরে চকরিয়া থানার উপপরিদর্শক হিরু বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নবম শ্রেণীর ছাত্র দুই বন্ধু জয় ও কালবি হোস্টেলে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে হেলাল উদ্দিন ও মো. শোয়াইব মিলে ঘুমন্ত অবস্থায় জয় ও কালবিকে গাছের বাটাম দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে রাতের আঁধারে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, হামলাকারী দুই ছাত্র পলাতক থাকায় কি কারণে হামলা করা হয়েছে জানা যায়নি। তবে আহতদের দাবি তাদের সাথে কারও বিরোধ নেই। তবে দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল