১৮ নভেম্বর, ২০১৯ ১৯:৫৬

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

টাঙ্গাইলে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রমিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার (বালক) মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। 

এতে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. শাহ-আলম, টাঙ্গাইল জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, টাঙ্গাইল অগ্রণী ব্যাংক লিমিডেটের কর্মকর্তা প্রিন্সিপাল মো. ইউসুফ খান, দেলদুয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, ঘাটাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরেই লায়লা, টাঙ্গাইল লাইট হাউস এর কর্মকর্তা কাজী জাকির হায়দার প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর