১৮ নভেম্বর, ২০১৯ ২১:২৩

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসাসেবা ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত তিনদিন ধরে জেলার শরণখোলা, রামপাল  ও সদর উপজেলা বিভিন্ন এলাকায় ছাত্রলীগ দরিদ্রদের এই ত্রাণ সহায়তা দেয়। 

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মো. ইমরান শেখ, সদস্য সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ নের্তৃবৃন্দ উপস্থিত থেকে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এসব দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
 
বিশেষজ্ঞ চিকিৎসকের ৯ সদস্যের দুইটি মেডিকেল টিম শরণখোলা ও রামপাল উপজেলার ৭৮০ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবার সাথে ওষুধ বিতরণ করে। এছাড়া ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া ৪২টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, ২৩৪টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর