১৮ নভেম্বর, ২০১৯ ২২:১৩

কর্মচারীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে ম্যার্টস শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি:

কর্মচারীদের হাতে যৌন হয়রানির প্রতিবাদে ম্যার্টস শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট টেনিং স্কুল (ম্যার্টস) কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ম্যার্টসের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় প্রশাসনিক ভবনের জানালার কাঁচ ও বেশ কয়েকটি ফুলের টব ও চেয়ার-টেবিল ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এজন্য কর্মচারী ও শিক্ষার্থীরা এক অপরকে দায়ী করেছে। চরম উত্তোজনার মধ্যে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রাতে যৌন হয়রানী বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মচারীদের বহিস্কার ও শাস্তিসহ ৬ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা রাতে হোস্টোল ছেড়ে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে ৬ দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। 

এদিকে বাগেরহাট মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট টেনিং স্কুরের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব জানান, কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে রাতেই ডা. সমিরকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রির্পোট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, রাতে মেডিকেল স্কুলের শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে  কর্মচারীদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে। কোন অপ্রতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর