১৯ নভেম্বর, ২০১৯ ১১:১৬

খুলনায় দ্বিতীয় দিনের মতো বাস চালকদের কর্মবিরতি, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দ্বিতীয় দিনের মতো বাস চালকদের কর্মবিরতি, যাত্রীদের দুর্ভোগ

খুলনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাস চালকরা। এতে করে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

মঙ্গলবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ সুযোগে মাহিন্দ্র, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বাস চালাচ্ছে না। তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। আইন সংশোধন না করা পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাবেন।

এদিকে, খুলনা থেকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনা রেল স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। অনেক যাত্রী টিকিট না পেয়েও জোর করে ট্রেনে উঠছেন। ট্রেনের একজন চেকার বলেন, যাত্রীদের কাছে টিকিট না থাকলেও ভীড়ের কারণে আমাদের কিছুই করার নেই।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর