১৯ নভেম্বর, ২০১৯ ১৩:৩১

এবার বস্তা বস্তা পিয়াজ কুমিল্লা-কিশোরগঞ্জের ভাগাড়ে

অনলাইন ডেস্ক

এবার বস্তা বস্তা পিয়াজ কুমিল্লা-কিশোরগঞ্জের ভাগাড়ে

ফাইল ছবি

চট্টগ্রামের পর এবার কুমিল্লা ও কিশোরগঞ্জে ময়লার ভাগাড়ে মিলল পচা পিয়াজ। একদিকে বাজারে পিয়াজের চড়া দাম অন্যদিকে ভাগাড়ে মিলছে পিয়াজের বস্তা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

কিশোরগঞ্জের ভৈরব বাজারে শহর রক্ষা বাঁধের ঢালে রাতের আঁধারে ফেলে দেয়া হয় বস্তা বস্তা পচা পিয়াজ। 

স্থানীয়দের অভিযোগ, বাজারে পিয়াজের দাম বাড়ার পেছনের ব্যবসায়ীদের কারসাজি রয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে আনা পিয়াজ ট্রাকেই পচতে শুরু করায় ফেলে দিতে বাধ্য হন তারা।

এদিকে, সোমবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ম আবর্জনার স্তূপে ফেলে দেয়া হয় ৭০ বস্তা পচা পিয়াজ।

উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, ময়লার ভাগাড়ে ফেলে যাওয়া প্রতি বস্তায় আনুমানিক প্রায় ৪০ কেজি করে পিয়াজ ছিল। ব্যবসায়ীদের দাবি, এসব পিয়াজ তারা মিয়ানমার থেকে সমুদ্রপথে এনেছিলেন। কিন্তু বুলবুলের প্রভাবে সব পচে যাওয়ায় তা ফেলে দেয়া হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর