১০ ডিসেম্বর, ২০১৯ ২১:২৯

বাকেরগঞ্জে দু’টি অবৈধ ইটভাটার ১০ লাখ কাঁচা ইট ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জে দু’টি অবৈধ ইটভাটার ১০ লাখ কাঁচা ইট ধ্বংস

বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা পরোপুরি ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত র‌্যাবের সহায়তায় ওই উপজেলার উত্তমপুর এলাকায় দু’টি ইটভাটায় অভিযান চালায়।

এ সময় জেলা প্রশাসনের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন এবং অবৈধভাবে ড্রাম চিমনি ব্যবহার করায় দু’টি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভানো হয়। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটা দু’টির প্রায় ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটা দু’টি ভ্যাকু মেশিন দিয়ে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে বন্ধ করে দেয়া হয়। 

বিকেলে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর