২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:১৯

নাটোরে শ্রমিকদল নেতা কামালের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরে শ্রমিকদল নেতা কামালের মৃত্যু

নাটোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কে এম কামাল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত সাড়ে ১১টায় শহরের মীরপাড়ার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির অন্যতম নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন। মৃ্ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর শহরের হাফরাস্তায় কামাল হোসেনের উপর সন্ত্রাসীরা হামলা করে। ঘটনার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। মাসখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে আপারেশন করে রিং স্থাপন করে বাসায় বিশ্রামে ছিলেন। হঠাৎ করে সোমবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে রামেকে নেওয়ার পথে মারা যান। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গভীর শোক প্রকাশ করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর