২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৬

১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

বুধবার সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষামান যানবাহনগুলোর মধ্য থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। অন্যান্য সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর