২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:০৮

জামালপুর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক

জামালপুর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি

জামালপুরে জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জামালপুর জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল থেকে দিনব্যাপী জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মবিরতি পালিত হয়।

বাকাসস জামালপুর জেলা শাখার সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে কর্মবিরতিচলাকালে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সদস্য খায়রুল ইসলাম, মোখলেসুর রহমান প্রমুখ। 

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কর্মবিরতির সময়সীমা বাড়ানোসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। কর্মবিরতিতে জামালপুর জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর