নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাজিরপুর ইউপির হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ ওই গ্রামের সাইদ মিয়ার ছেলে।
শিশুটির চাচা জুয়েল মিয়া জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে তার যমজ ভাইকে নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. তানজিয়া তামান্না মৃত ঘোষণা করেন।
এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম