শরীয়তপুরে সায়মা আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সায়মা শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ কৃত্তিনগর গ্রামের ওমান প্রবাসী ছাত্তার হাওলাদারের মেয়ে এবং শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বুধবার সকালে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, ওমান প্রবাসী ছাত্তার হাওলাদারের স্ত্রী মায়া বেগম তার মেয়ে সায়মা ও ছেলে শামিমকে (১২) নিয়ে শরীয়তপুর পৌরসভা সংলগ্ন আব্দুর রব বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন