২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৩৯
গ্রাহকের টাকা আত্মসাৎ

খুলনায় ঋণদান প্রতিষ্ঠানের পরিচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় ঋণদান প্রতিষ্ঠানের পরিচালক কারাগারে

প্রতীকী ছবি

খুলনায় প্রায় অর্ধশত গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের মামলায় ভৈরব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক হাসান শেখকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার মহানগর হাকিম আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা ও বয়রা এলাকায় সমবায় সমিতির অফিস খুলে গ্রাহকের আমানতের টাকা সংগ্রহ করেন হাসান শেখ। আমানতের এক লাখ টাকার বিপরীতে গ্রাহককে প্রতিমাসে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্ধশত গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহের পর প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্মকর্তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর নগরীর গোবরচাকা এলাকার গ্রাহক সাজিয়ার রহমান বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ওই মামলায় হাসান শেখসহ প্রতিষ্ঠানের ৭ কর্মকর্তাকে আসামি করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর