২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৫৯

লামায় জেলা পরিষদের কম্বল বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

লামায় জেলা পরিষদের কম্বল বিতরণ

লামায় ৯টি শিশু সদন ও এতিমখানায় ৭৫০টি শীত কম্বল বিতরণ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল। মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জি আর খাতের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ শীতার্ত মানুষের মাঝে এইসব শীত কম্বল বিতরণ করে।

বুধবার বেলা ১২টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ফাতেমা পারুল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সূত্র জানায়, লামা উপজেলায় ৯টি প্রতিষ্ঠানে ৭৫০টি শীত কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানসমূহ হল, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজনগর ৮০টি, মহামুনি শিশুসদন লামা পৌরসভা ৮০টি, মধুঝিরি নুরানি একাডেমি ও এতিমখানায় ৫০টি, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৮০টি, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ৮০টি, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম ফাঁসিয়াখালী ১৯০টি, সূর্য আলো শিশুসদন রুপসীপাড়া ৯০টি, রুংলন থারবা ছাত্রাবাস রুপসীপাড়া ৫০টি এবং ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদন ৫০টি।
  
প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা পারুল বলেন, সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গরীব ও ছিন্নমূল মানুষগুলোর কষ্ট বেড়েছে কয়েক গুণ। ছিন্নমূল এইসব মানুষের কথা ভেবে এই উদ্যোগ নেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। তিনি আরো বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তাই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নির্দেশনায় আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এই সহায়তা অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর