মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সোবহান খান (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সিপাহিপাড়ার নিন্টু ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান খান বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরশনের (টাকশাল) সাবেক জিএম। তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ির ধামারন গ্রামের মৃত সুলতান খানের ছেলে। তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব ইন্সপেক্টর নুর আলম জানান, দুপুরে আব্দুস সোবহান সিপাহিপাড়ার নিন্টু ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম