কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে রাজু আহমেদ (৪৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারা শহরের উত্তর রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজু ফারাকপুর গ্রামের রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার মরহুম আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩ আপ) ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছালে তাকে স্বজোরে ধাক্কা দেয় এবং সে ট্রেনে কাটা পড়ে দেহ দ্বিখন্ডিত হয়ে নিহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার