ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত বৃদ্ধা সুরিয়া আক্তার (৭৫) মারা গেছেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে গত ৪ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল তার মেয়ে জাহেদা আক্তারের (৩৫)। আহত হন পরিবারের আরো কয়েকজন সদস্য। সুরিয়া মেয়ের সাথে সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন দুর্ঘটনা কবলিত উদয়ন এক্সপ্রেসে করে। সুরিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগজ গ্রামে। গত বছরের ১২ নভেম্বর ভোর রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর তূর্ণানিশীথা সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের একটি বগিতে প্রচণ্ড গতিতে আঘাত হানে। এতে উদয়নের ওই বগিটি কাগজের মতো ধুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরও ২টি বগি। এতে ঘটনাস্থলেই ওই বগির ১০ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৬ জন। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে একশো যাত্রী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম