পটুয়াখালীর গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে রবিবার রাত সাড়ে ৮টার দিকে একটি অপহরণের ঘটনায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৭ পুলিশ ও ২ জন সংবাদকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবির, এসআই সহিদুল, গাজী ফজলুর রহমান, আল মামুন, এএসআই মেহেদী, শাহদাৎ, রিয়াজ আহত হয়েছেন। এছাড়া বেসরকারি টেলিভিশন মাই টিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী ও এশিয়ান টেলিভিশনের সাব্বির আহম্মেদ ইমনসহ অন্তত ১১ জন গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ইউনিয়ন যুবলীগ সভাপতির নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনায় রতনদীতালতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিয়াজ খলিফা (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোকন (২২) জেলা ছাত্রলীগের সহসম্পাদক শাহরিয়ার সিফাত (২৫) ও আবদুর রশিদ (৫৫) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় রিয়াজ খলিফাকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনের নামে গলাচিপা থানার এসআই মো. সহিদুল ইসলাম বাদি হয়ে রবিবার রাতে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যার পর উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের কাটাখালী বাজার এলাকা থেকে ওই এলাকার শহীদ হাওলাদারের ছেলে মো. জাহিদকে গলাচিপা পৌর এলাকার ৭/৮ জন যুবক অপহরণের সময় স্থানীয় লোকজন ধাওয়া করে অপহৃত যুবক জাহিদকে উদ্ধার করে এবং অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অপহরণকারী গলাচিপা পৌর এলাকার রায়হান হাওলাদার (২৫), রুবেল সিকদার (২২), সুজন খন্দকার (২১) বেল্লালকে (৩০) ধাওয়া করে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গলাচিপা থানার এসআই মো. সহিদুল ইসলাম অপহরণকারীদের আটক করে থানায় নিয়ে আসার সময় পথে
রতনদীতালতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রিয়াজ খলিফার সাথে বাকবিতণ্ডা হয় এবং রিয়াজ আসামি থানায় নিতে বাধা প্রয়োগ করে। এ সময় রিয়াজের নেতৃত্বে ২০-২২ জনের সংঘবব্ধ একটি দল পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ আটকে দেয়। পরে খবর পেয়ে গলাচিপা থানার অপর একটি পুলিশের টিম ঘটনাস্থল থেকে আটকে পড়া পুলিশ উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ খলিফা, খোকন, শারিয়ার ও আবদুর রশিদকে আটক করা হয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গলাচিপার রতনদীতালতলী ইউনিয়নের কাটাখালী এলাকায় অপহরণের আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এ ঘটায় জড়িত থাকার অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন