বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে এক মাসের সম্মানী ভাতা প্রদান করলেন বগুড়া জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান। বুধবার বিকাল ৫টায় শহরের টেম্পল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের এক মাসের নগদ সম্মানী ভাতা তুলে দেয়া হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজুন ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সফিক, আদমদিঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, শাজাহানপুন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজ।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাবেক দপ্তর সম্পাদক এড. জাকির হোসেন নাবব, সাবেক উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সাবেক প্রচার ও প্রকাশনা উপসম্পাদক আল রাজী জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাত তিতাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন