বগুড়া শহরের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কর্মহীন ৩ হাজার মানুষের হাতে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
৪ নম্বর ওয়ার্ডের বাদুরতলা, হাড্ডিপট্টিসহ কয়েকটি এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল।
এ সময় জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সমাজ সেবক আব্দুল মান্নান আকন্দ, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, শহর শ্রমিক লীগ উত্তরের সভাপতি জালাল শেখ, ওমর ফারুক সরকার, ঝুমুর সরকার, শেখ শামীম, কায়েসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন