পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া বন্দরে আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শফিকুল ইসলাম জানান, বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে। এদিকে মঙ্গলবার দুুপুরে প্রশাসনের সঙ্গে বন্দরের ব্যবসায়িসহ সংশ্লিষ্টদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা পরিস্থিতির মধ্যে প্রতিদিন সবোর্চ্চ ৪০টি ট্রাকে পণ্য রপ্তানির সিদ্ধান্ত হয়।
বিডি প্রতিদিন/হিমেল