কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মো. শহিদ উদ্দীন মিনার (৫২) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত মিনার উপজেলার কনকাপৈত ইউনিয়ন আওয়ামী যুবলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। চৌদ্দগ্রাম বাজারের লোকনাথ সুইটসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বুধবার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মিনার ওষুধ কিনে মোটর সাইকেলযোগে বাড়িতে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মো. মুজিবুল হক এমপি, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার