কুড়িগ্রামের রৌমারীতে ঈদের নতুন পোশাক কিনে না দেয়ায় বিষপান করে সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আসন্ন ঈদুল ফিতরে বাবা মায়ের কাছে নতুন জামা চায় চর ফুলবাড়ি গ্রামের তৈয়জুদ্দিনের মেয়ে রুমা আক্তার (১৪)। কিন্তু তার বাবা না দেয়ার কথা জানালে সে মঙ্গলবার রাতে সবার অজান্তে বিষপান করলে তাৎক্ষণিক সে মারা যায়। মেয়েটি চর ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়ণরত ছিল।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রৌমারী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার