স্বল্প সময়ে অল্প খরচে ধান, গমের পর এবার ‘মিডিয়া কম্বাইন্ড হারভেস্টারে’ ভুট্টা কাটা-মাড়াই-ঝাড়াই উদ্বোধন করা হয়েছে। কৃষকদের খরচ কমাতে এবং উৎসাহিত করতে সিমিট বাংলাদেশ এই ‘মিডিয়া কম্বাইন্ড হারভেস্টার’ মেশিনটি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরে প্রদান করেছে। অন্যান্য ফসল হলেও এর আগে বাংলাদেশে ভুট্টা জমিতে কাটা-মাড়াই-ঝাড়াই করা যেত না। কিন্তু এই মিডিয়া কম্বাইন্ড হারভেস্টারে তা সম্ভব হচ্ছে।
এ ব্যাপারে সিমিট বাংলাদেশের মেশিনারী ডেভলপমেন্ট অফিসার মো. সাহাবউদ্দিন সিহাব জানান, এই ‘মিডিয়া কম্বাইন্ড হারভেস্টার’ এখন জমিতে ভুট্টা কাটা-ঝাড়াই-মাড়াই করে দানা বস্তাবন্দী হবে। এই মেশিন দিয়ে এক একর জমিতে ভুট্টা কাটা-মাড়া-ঝাড়াই করতে মাত্র ৮লিটার ডিজেল খরচ হয়। আর ভাড়াতে এই মেশিন দিয়ে ভুট্টা কাটা-মাড়া-ঝাড়াই করতে ৫ হাজার । অথচ একজন কৃষককে এক একর ভুট্টা কাটা-মাড়া-ঝাড়াই করতে ১৩ হাজার টাকা খরচ হয়।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন জানান, লাভজনক হওয়ায় ধান আবাদের চেয়ে ভুট্টা চাষ দিন দিন বেড়েই চলেছে দিনাজপুরসহ বাংলাদেশে। ধান ও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায়, কম খরচে বেশি লাভের আশায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছে কৃষকরা। এবারেও বাম্পার ফলনও হয়েছে। ভুট্টার পুষ্টিমান উন্নত চাল ও গমের চেয়ে দাম কম হওয়ায় এর চাহিদা বাড়ছেই। চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ মৌসুমে বাংলাদেশে মোট ৫ লক্ষ ১৭ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়, যেখানে প্রায় ৫১ লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ভুট্টা কাটা-মাড়াই শুরু হয়েছে।
বুধবার ‘মিডিয়া কম্বাইন্ড হারভেস্টার’ সম্পর্কে জানানোর সময় আরও উপস্থিত ছিলেন, কৃষিতত্ত্ব বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোঃ মাহফুজ বাজ্জাজ, বৈজ্ঞানিক কর্মকর্তা আসগার আহমেদ, সিমিট বাংলাদেশের হাব কো-অর্ডিনেটর এএসএম এলানুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, সিমিট বাংলাদেশের উদ্যোগে চীন থেকে এই ‘মিডিয়া কম্বাইন্ড হারভেস্টার’ মেশিনটি আনা হয়েছে। এটির মূল্য ২৮ লাখ টাকা।
বিডি প্রতিদিন/হিমেল