করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রী পারাপার বন্ধ করতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ রাখা হয় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
বুধবার দিনে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিধান্ত নিলেও দুপুর তিনটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দুইটি অ্যাম্বুলেন্সসহ প্রায় এক হাজার যাত্রী নিয়ে “ফেরি ঢাকা” নামের ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪ নাম্বার ফেরিঘাটে ভেরানোর চেষ্টা করে। এসময় ফেরিটিকে দৌলতদিয়া ফেরিঘাটে ভেড়াতে দেননি রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে দৌলতদিয়া বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক দৌলতদিয়া ফেরিঘাটের এক কর্মকর্তা বলেন, কি কারণে পাটুরিয়া থেকে ফেরিটি ছেড়ে আসে সেটা জানা যায়নি। তবে ফেরিতে প্রচুর যাত্রী থাকার কারণে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ফেরিটি দৌলতদিয়া ফেরিঘাটে ভিড়তে না দিয়ে পাটুরিয়াতে ফিরিয়ে দিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই একটি ফেরি দৌলতদিয়াতে ভিড়বে এমন তথ্য আমার কাছে আসলে গোয়ালন্দ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহামন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীরকে দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিটি না ভেরানোর নির্দেশ দিয়েটি, সেটি তারা বাস্তবায়ন করেছে।
বিডি প্রতিদিন/হিমেল