'ভালো কাজে সব সময়' স্লোগানকে সামনে রেখে বগুড়া জিলা স্কুলের এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে মানুষের কাছে পৌঁছে দিয়েছে উপহার সামগ্রী।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার (কোভিড-১৯) কারণে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবিকা নির্বাহে সহযোগিতা করার জন্য প্রথম এবং দ্বিতীয় ধাপে মোট ১৪৫টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
প্রথম ধাপ রমজানের শুরুতে বিতরণ করা হয়েছিল এবং দ্বিতীয় ধাপ আসন্ন ঈদকে সামনে রেখে বিতরণ করা হয়েছে।
সমন্বয়কারী মাহবুব প্যাটেল বলেন, বগুড়া জিলা স্কুলের ৯৮ ব্যাচের সংগঠন “BZS'98” বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও আমরা ব্যাচের সকলের সহযোগিতা নিয়ে দুই ধাপে মোট ১৪৫ টি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত কর্মহীন পরিবারের কাছে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রতিটি উপহার ব্যাগ এমনভাবে তৈরি করা যেন একটি ৫ জনের পরিবার কমপক্ষে ১০ দিন খেতে পারে। আমরা বেশি সংখ্যাক পরিবারকে না দিয়ে অল্প সংখক পরিবারকে বেশি পরিমাণ খাবার দেয়ার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমাদের প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা মিস্টি কুমড়া, ১টা সাবান, ৪টা স্যালাইন, ১ পাতা নাপা এবং নগদ ২০০ টাকা আছে। ঈদের জন্য দ্বিতীয় ধাপে আমরা এর সাথে পোলাও এর চাল এবং সেমাই যোগ করেছি। এছাড়া প্রতিটি প্যাকেটে নগদ ৪৩০ টাকা প্রদান করা হয়েছে, যেন পরিবারগুলো তাদের নিজেদের চাহিদা অনুযায়ী অন্য খাবার সামগ্রী কিনে নিতে পারে।
সমন্বয়কারী ব্যাচের দেশের এবং দেশের বাইরের প্রত্যেক ছাত্রকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং পাশাপাশি দেশের সকলকে তাদের নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত