ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে পথশিশুদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। বুধবার বিকেলে নগরীর রেলওয়ে বস্তিতে ১০০ শিশুদের মাঝে নতুন জামা দেয়া হয়।
পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের স্ত্রী কানিজ আহমারের নির্দেশে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ এসব পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় তুলে দেন।
এসময় ডিবি ওসি বলেন, ‘অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা পৌছে দেবার পাশাপাশি শিশুদের কথা চিন্তা করে তাদের জন্য নতুন জামা কাপড় কিনে দেয় ময়মনসিংহ জেলার পুনাকের সভানেত্রী কানিজ আহমার। ঈদের আগের দিন পর্যন্ত ভাসমান স্থানগুলোতে যে পথশিশুরা রয়েছে পুনাকের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ঈদ উপহার হিসাবে নতুন জামা দেবার।’
বিডি প্রতিদিন/এ মজুমদার