কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির পেন্নাই থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। বুধবার ভোর ৪টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন রোগীবাহী গাড়ি, গাড়ির চালকসহ জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদ হাসান জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত গাড়ি একযোগে ছাড়ার কারণে সড়কর যানবাহনের জট সৃষ্টি হয়েছে। তৈরি হয়ে ঢাকাগামী লেনে দীর্ঘ যানজট। বুধবার শেষ বিকালে ধীর গতিতে যান চলাচল করছিলো।
অন্যদিকে পায়ে হেঁটে সাধারণ মানুষ রাজধানী থেকে বাড়ি ফেরার দৃশ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও অব্যাহত রয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যানবাহন সংকটে কারণে ছুটে চলছেন এইসব মানুষ। সড়কে শুধু পুলিশের চেকপোস্ট নয় ঘূর্ণিঝড় আম্ফানেও তাদের বাড়ি ফেরা আটকাতে পারছে না। যেখানে তাদের পরিবহন আটকে দেয়া হচ্ছে সেখান থেকে তারা হাঁটা শুরু করছে।
কুমিল্লার হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, মহাসড়কে পায়ে হেঁটে মানুষের বাড়ি ফেরা অব্যাহত রয়েছে। কোন যানবাহন চেকপোস্ট অতিক্রম করতে না দেয়া হলেও সাধারণ মানুষকে আটকানো যাচ্ছে না। অন্যদিকে সড়কের কিছু অংশে যানজট রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী গাড়ির চাপ বাড়ার কারণে যানজট তৈরি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল