চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুট্টো হত্যা মামলায় মডেল থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন, একই ইউনিয়নের কুমারডুগী গ্রামের মনসুর খান (৩৮), মোস্তফা খান কালু (৪৮), সুমন খান (৩৪)।
বুধবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। পরে তাদের কারাগারে প্রেরণ করে। মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদ এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
নিহতের স্ত্রী নিলীমা আক্তার রীনা বাদী হয়ে সোহাগ খানকে প্রধান আসামিসহ ৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ বলেন, সম্পতিগত বিরোধে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১১টায় বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান খান ভুট্টো খুন করা হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার