অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার পরই কলকাতায় তাণ্ডব চালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন উপকূলে সাইক্লোন আম্ফানের অগ্রভাগ ঢুকে পড়েছে। খোলপেটুয়া, কপোতাক্ষ, মালঞ্চ নদীর অবস্থা উত্তাল।
বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন গণমাধ্যমকে বলেন, সাতক্ষীরার সব নদ নদী সুপার সাইক্লোন আম্ফানের অগ্রভাগে ঢুকে পড়ায় উত্তাল হয়ে উঠেছে। ৫ থেকে ৭ ফুট উচ্চতায় নদীর পানি বেড়ে গেছে।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সাংবাদিকদের বলেন, শ্যামনগরের লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো বেড়িবাঁধের ৪০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ এর মধ্যে পদ্মপুকুরের চালখোলা, গাবুরার লেবুবুনিয়ার, বুড়িগোয়লিনীর দাতিনাখালী, রমজাননগরের আলমশেখের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ ব্যাপক কাজ করার পরও বর্তমানে নাজুক অবস্থা বিরাজ করছে। এই বেড়িবাঁধ ভাঙলে বড় দুর্ঘটনা ঘটে যাবে।
সুন্দরবন উপকূলের জেলেদের ট্রলার ও মাছ ধরা নৌকাকে আগেভাগেই জেলা প্রশাসন ও নৌবাহিনী সরিয়ে নিয়েছে। আবহাওয়া অফিস গণমাধ্যমকে জানায়, ঝড়ের মূল অংশ বাংলাদেশে আঘাত হানবে রাত ১১টার দিকে। তখন ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক