ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলের বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। গত ক’দিন ধরে বিষখালী নদী ভাঙ্গনের তীব্রতায় হুমকির মুখে রয়েছে বিষখালী তীরবর্তী বিভিন্ন বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা।
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি হচ্ছে। বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে গ্রামীন জনপদের অসংখ্য বাড়ি-ঘর ও ফসলী জমি। বিষখালী নদীর তীরবর্তী বেরিবাঁধ না থাকায় আউরা, চিংড়াখালী, জয়খালী, কাঠালিয়া, আমুয়া, রঘুয়ারচর, দর রঘুয়ারচর, বাদুরতলাসহ বিভিন্ন গ্রামে পানি ঢুকে কাঁচা ঘর-বাড়ী ও গ্রামীন মেঠো রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে বহু জলাশয়ের মাছ ও পানিতে ডুবে গেছে ফসলের ক্ষেত।
উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতমধ্যে ১৪টি সাইক্লোন সেল্টার ও ঝুকিপূর্ণ এলাকার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল