নাটোরে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ৫ জনই নাটোর সদর উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৮ জন।
বুধবার (২০ মে) রাত ৯টায় জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্ত ৫ জন কারা সে বিষয়ে টেলিফোনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এখনো পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত ই-মেইল পাওয়া যায়নি। প্রাপ্তি সাপেক্ষে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ মে ১৯ জন পুলিশ ও একজন আনসার ব্যাটেলিয়ান সদস্যসহ ৩০ জন করোনা পজেটিভ হিসেবে সনাক্ত হন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ