কুড়িগ্রামে সদরের ভোগডাঙ্গায় ভারসাম্যহীন সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের হাজিরহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানায়, বুধবার ভোররাতে বাবা-মায়ের সাথে সেহেরি খাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। বুধবার দুপুর পর্যন্ত সে ঘুম থেকে উঠছিলনা। পরে পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করেন। এসময় সাদ্দামের ঝুলন্ত লাশ তারা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানায় তার পরিবারের লোকজন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, কয়েক মাস আগে তার বিয়ে হয়। তার বউ দুই মাস সংসার করার পর সংসার থেকে চলে যাওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ