সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা সদর ও বিশম্ভরপুর উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের টাকা বিভিন্ন উপকারভোগীদের মাঝে বিতরণ করে দিয়েছেন।
বুধবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা মিনলায়তনে স্থানীয় উপকারভোগীদের মাঝে এসব চেক বিতরণ করেন তিনি। সুনামগঞ্জ সদর উপজেলার ১০৩ জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ২২ হাজার টাকা চেক এবং বিশ্বমভরপুরে ১লক্ষ ৭৮ হাজার টাকার চেক উপকারভোগীদের প্রদান করা হয়।
চেক বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড.আবুল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টিও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ