দরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে নিজেরদের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নেত্রকোনা জেলা আনসার ভিডিপি। দু'দিন ধরে তারা আশপাশ এলাকার শতাধিক মানুষের মাঝে এ সকল ঈদ উপহার তুলে দেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা আনসার ভিডিপি কার্ষালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত করেন।
এ সময় ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অতিরিক্ত দায়িত্বে নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট মো. জিয়াউল হাসান সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক দরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসবের মধ্যে রয়েছে ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে পেঁয়াজ, ডাল, চিনি, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১টি সাবান।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহামন, সার্কেল এডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক সহ এ বাহিনীর সদস্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ