শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকাফেরত। বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৮০ জন।
আক্রান্ত ব্যাক্তিরা হলেন, নড়িয়া পৌরসভায় ৩, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নে ১ ও সেনেরচর ইউনিয়নে ১, শরীয়তপুর পৌরসভায় ১ ও আংগারিয়া ইউনিয়নে ১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ জানান, ঢাকাফেরত বেশিরভাগ মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ নতুন করে আরও সাতজন করোনা পজেটিভ এসেছে। এছাড়া নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে পাঁচজনকে। আর এ পর্যন্ত মারা গেছে তিনজন। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন।
বিডি প্রতিদিন/আরাফাত