বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ১২ যাত্রী নিয়ে উল্টে যাওয়া নৌকা থেকে ১০ জন যাত্রী উদ্ধার করা হলেও দুই জন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া থেকে কর্ণিবাড়ি ইউপিতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। এরপর ১০ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ হওয়া দুই যাত্রীকে খোঁজ করতে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা নদী এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ দুই নৌকা যাত্রী হলেন, সারিয়াকান্দি উপজেলার নানদিয়ার চরের ওসমান ফকিরের কন্যা মোছা. মীম (১২) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের খলিল মন্ডলের পুত্র ফরিদ উদ্দিন (৪৫)।
সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, নৌকাটি ১২ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া থেকে কর্ণিবাড়ি ইউপিতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। নিখোঁজ দুই জনকে উদ্ধারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন