নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ লাখ টাকায় বুকিং দিয়েও নির্মাণকৃত ফ্ল্যাট বাসা বুঝে না পাওয়ায় চাচার বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক এতিম ভাতিজি।
ভুক্তভোগী শিফা আক্তারের পক্ষে তার স্বামী সাকিবুল হাসান ন্যায় বিচারের আবেদন জানিয়ে (১৯ মে) অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী সানারপাড় এলাকার হাজী কালাচাঁন ভ্যালী’র মালিক শহিদুল ইসলাম শহিদ। তার স্বাক্ষরিত প্যাডে ভাতিজি শিফা আক্তার দুই দফায় ১৬ লাখ টাকা হাজী কালাচাঁন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট ক্রয়ের চুক্তিতে প্রদান করেন। ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিবেন মর্মে আরও ৪ লাখ টাকা নগদ প্রদান করা হয়। যা ওই প্যাডে উল্লেখ নেই।
অভিযোগে শিফা আক্তার উল্লেখ করেন, শহিদুল ইসলাম সম্পর্কে আমার চাচা শ্বশুর ও উকিল বাবা। সেই সুবাদে সরল বিশ্বাসে মৌখিক কথায় তার কোম্পানির প্যাডে টাকাগুলো প্রদান করি। কিন্তু তিনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার নামের ওই ফ্ল্যাটটি অন্যত্র বেশি দামে বিক্রি করে দেয়। আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করে ফ্ল্যাটটি ক্রয়ের জন্য তাকে টাকাগুলো প্রদান করেছি।
ফ্ল্যাটের বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে এলাকা ছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। এমতাবস্থায় আমি আতঙ্কগ্রস্ত, যে কোন সময় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাকে ফ্ল্যাট থেকে বঞ্চিত করতে পারে শহিদুল। ভুক্তভোগী শিফা আক্তার ন্যায় বিচারের দাবি জানান।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, কিছুদিন ধরে আমাদের পারিবারিকভাবে মনমালিন্য চলছে। এর রেশ ধরেই আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তারা।
তাছাড়া ফ্ল্যাট বিক্রির বিষয়ে কোন টাকা লেনদেন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমার স্বাক্ষরসহ টাকার হিসেব দেখিয়ে যে প্যাড দেখানো হয়েছে সেটাতে আমার স্বাক্ষর নেই। আমি সব সময় বাংলায় স্বাক্ষর করি। ওই ইংরেজি স্বাক্ষরটি আমার না।
বিডি প্রতিদিন/আরাফাত