বরিশাল নগরীসহ জেলায় ৭টি পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে ঈদ বাজার কেন্দ্রিক দোকান খোলা রেখে অবৈধ জনসমাগমের মাধ্যমে করোনা সংক্রামিত করার ঝুঁকি সৃষ্টি করায় ৩৫টি দোকান এবং ৪ জন ক্রেতাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
হিজলা ও বাবুগঞ্জের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে মো. আমিনুল ইসলাম ও সুজিত হাওলাদার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন, মো. শাহাদাৎ হোসেন, মেহরাজ শারমীন, রূম্পা ঘোষ ও মুনিরা খাতুনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, সরকারি নির্দেশ অমান্য করায় নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত ১৫টি দোকান ও ৪জন ব্যক্তিকে মোট ৫২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে।
এছাড়া পৃথক ভ্রাম্যমাণ আদালত হিজলায় ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪ হাজার টাকা, বাবুগঞ্জে ৩টি দোকান থেকে ৬৫ হাজার, মেহেন্দিগঞ্জে ৭টি দোকান থেকে ১২ হাজার এবং মুলাদীতে ৪টি দোকান থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। একই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ