করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে বাড়ি ফিরছে মানুষ।
গত কয়েকদিন ফেরিতে যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি ফেরি চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শুক্রবার ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেতে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি দৌলতদিয়া প্রান্তে আসলে সেখানে চার শতাধিক লোক পার হতে দেখা যায়। তবে দৌলতদিয়া থেকে কোন গণপরিবহন না থাকার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ফেরিতে যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা থাকলেও সেটি তুলে নেওয়া হয়েছে। ঈদে এখন ফেরিতে করে পাটুরিয়া থেকে দৌলতদিয়াতে যাত্রীরা আসতে পারবেন।
রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ঈদে যাত্রীদের বাড়ি ফেরা বন্ধ করতে পুলিশের যে কড়াকড়ি ছিলো সেটি এখন আর নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ