ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে খুলনার উপকূলীয় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৩শ’ খুটি ভেঙ্গে পড়েছে। হেলে পড়েছে আরো আড়াইশ’ খুটি। বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে তার ছিড়ে গেছে অন্তত ৪শ’ জায়গায়। ফলে এসব এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক।
পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, বুধবার রাতে ঘূর্ণিঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। বিদ্যুৎ বিভাগের ৬শ’ লোকবল মাঠে কাজ করছে। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর বিদ্যুৎ সংযোগ চালুর কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার