বৈশ্বিক মহামারি করোনার এই সময়েও চাঁপাইনবাবগঞ্জে ঈদকে পুঁজি করে মানুষের অবাধে চলাচল বৃদ্ধি পেয়েছে। তাদের ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে, এ মুহূর্তে চলছে দুর্যোগ। মানুষের মধ্যে করোনা নিয়ে নেই কোনো উৎকণ্ঠা। তাদের একটাই লক্ষ ঈদের বাজার করতেই হবে।
এদিকে শহরসহ বিভিন্ন স্থানে দোকানপাট খুলে রাখায় বাজার ও পাড়া মহল্লার চায়ের দোকানে ভিড় বের চলেছেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকলেও মানুষ তোয়াক্কাই করছে না বাজারমুখিরা। পাড়া-মহল্লায় অলি গলিতে কিশোর যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষের আড্ডা বেড়ে গেছে। ফলে মানুষের আচরণে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ সদস্যরাও ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকেই সামাজিক দূরত্ব মানতে অনীহা প্রকাশ করছে। মানুষের এই অবাধ চলাফেরা বন্ধ এবং ঘরে রাখতে না পারলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কারণ এমনিতেই জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ফলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আগেই মানুষকে ঘরে আটকে রাখতে কঠোর হতে হবে প্রশাসনকে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। যারা নির্দেশনা মানছেন না, তাদেরকে আইন মানাতে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার