করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া সিএনজি-অটোরিকশা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বনানী এলাকায় বগুড়া শহর শ্রমিক লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল প্রামাণিকের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।
দুই শতাধিক সিএনজি-অটোরিকশা চালকের মাঝে সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিসসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আসাদুর রহমান দুলু বলেন, বাঙ্গালি জাতি বিশ্বের ইতিহাসে সমৃদ্ধশালী জাতি হিসেবে পরিচিত। যেকোনও সংকটে ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার পাশে গিয়ে দাঁড়ায়। আজ করোনাভাইরাস মোকাবেলায় এ দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়াবার। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনাদের অধিকারকে অক্ষুণ্ন রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এভাবে সবাই গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে দেশ আরও এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন শহর শ্রমিক লীগ নেতা সাজু, ১৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রায়হান আলী, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক লিমন খান, বনানী বন্দর কমিটির রোড সেক্রেটারি মোমিন, দফতর সম্পাদক সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম