ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে ভাটা পরেছে এবারের ঈদ আনন্দে। সারা দেশের মতো করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে ঘর বন্দী হয়ে আছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মানুষেরাও। হয়ে পড়েছেন কর্মহীন। আর এসব কর্মহীন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শ্রীমঙ্গলে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘরে ঘরে ঈদের উপহার পৌঁছে দিচ্ছেন।
বৃহস্পতিবার রাতে গাড়িতে করে ১০০টি পরিবারে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এর মধ্যে ছিল সেমাই, চিনি আর দুধ। এর আগে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার কৃষকদের বোর ধান কেটে দিয়েছিল।
কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশ বলেন, ঈদের আর মাত্র ৩ দিন বাক আছে। করোনায় কারনে মানুষ ঘরে বন্দি থাকায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই ঘরে বন্দী থেকেও যেন মানুষ পরিবারের সাথে ঈদের দিনে একটু আনন্দ করতে পাবে তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ